
ইউটিউব হল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। যেখানে প্রতিদিন ৩ বিলিয়নের বেশি ব্যবহারকার ইউটিউব ব্যবহার করে। সাধারণত ইউটিউব এর ভিডিও গুলো অ্যাপ এর মাধ্যমে দেখতে হয় এবং এগুলো ভিডিও আকারেই দেখতে হয়৷ যেখানে অডিও শুনার কোন অপশন নেই।
এমন অনেক ভিডিও আছে যেগুলো শুধুমাত্র অডিও শুনতেই ইচ্ছে করে। কিন্ত কোন সিস্টেম না থাকায় অনেকেই অডিও শুনতে চেয়েও পারে না। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইউটিউব এর ভিডিও গুলো অডিওতে কিভাবে শুনবেন। এমনকি মোবাইলের স্ক্রিন অফ রেখেও শুনতে পারবেন। যেটার জন্য আলাদা কোন অ্যাপস এর প্রয়োজন নেই।
ইউটিউব এর ভিডিও গুলো অডিও শোনার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে কিছু সেটিং করে নিতে হবে।
১. প্রথমে আপনার মোবাইলের সেটিং এ যাবেন।
২. এরপর সেখান থেকে অ্যাপস সেটিং টি খুঁজে বের করুন।

৩. এখানের সকল অ্যাপস থেকে ক্রোম ব্রাউজার টি খুঁজে বের করুন।

৪. এরপর ক্রোম ব্রাউজার এর নোটিফিকেশন এ গিয়ে সকল নোটিফিকেশন অন করে দিন।

৫. এখন মোবাইলের ক্রোম ব্রাউজার টি ওপেন করুন।
৬. Youtube.com এ যান।
৭. সেটিং থেকে ডেস্কটপ মুডটি অন করে দিন।

৮. এখন যেকোন একটি ভিডিও প্লে করুন।
৯. এরপর আপনার মোবাইলটি লক করুন৷ মোবাইলের স্ক্রিন অন করুন। এখন দেখতে পাচ্ছেন ইউটিউব এর ভিডিওটি স্ক্রিন এর উপর দেখাচ্ছে এবং সেখান থেকে প্লে করে ভিডিও টি অডিওতে শুনতে পারছেন।

আরো পড়ুনঃ ৭ টি অভ্যাস যা আপনার জীবনকে সফল করবে
১০. এছাড়া লক না করে ক্রোম ব্রাউজার থেকে সরাসরি হোম এ ছলে আসলে নোটিফিকেশন মেনু বার এ ভিডিও টি দেখতে পারবেন এবং মোবাইল অন থাকা অবস্থায় ইউটিউব এর যেকোন ভিডিও অডিও তে শুনতে পারবেন।

এভাবেই আপনি খুব সহজেই ইউটিউব থেকে অডিও করে সবকিছু শুনতে পারবেন।
এই টিপসটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এমন কি বিষয় নিয়ে টিপস ছান সেটাও আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ