
মোবাইল ফোন/ স্মার্ট ফোন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন কাজে মোবাইল ফোন ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি ব্যাটারির দিকে। কেননা যেই মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতা বেশি সেই মোবাইলটা বেশি ব্যবহার করা যায়। তাই আজকে আমরা জানব মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধির ৭টি সহজ উপায়।
১. ব্যাটারির চার্জ সম্পুর্ণ দেওয়া
আমরা সাধারণত মোবাইলের চার্জ দেওয়ার সময় সম্পুর্ন চার্জ দিই না। এক্ষেত্রে ব্যাটারি তার পুরোপুরিভাবে শক্তি গ্রহণ করতে পারে না। তাই ব্যাটারি ভালো ব্যাকআপ দিতে পারে না। এজন্য চার্জ দেওয়ার সময় চেস্টা করবেন সম্পুর্ন চার্জ দিতে। তাহলেই অনেক সময় ধরে এবং ভালো ব্যাকআপ পাবেন।
২. যখন-তখন চার্জ দেওয়া
আমরা অনেকেই মোবাইলে চার্জ থাকা সত্ত্বেও আবার একটু সময় থাকলে চার্জ এ দিয়ে দি। এতে ব্যাটারির স্থায়িত্ব হ্রাস পায়। শক্তি হারিয়ে ফেলে। পরবর্তীতে তা আর ভালো ব্যাকআপ দিতে পারে না। তাই যখন-তখন চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
৩. চার্জে দিয়ে মোবাইল ব্যবহার
আমরা অনেকেই চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করি। এক্ষেত্রে ব্যাটারির আগমন এবং নির্গমন একসাথে হয়। যার ফলে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় এবং মোবাইলে ব্যাকআপ ও কম দেয়। তাই কখনো চার্জে রেখে মোবাইল ব্যবহার করবেন না।
আরো পড়ুনঃ ইন্টারনেট কি? কিভাবে কাজ করে? কেন গুরুত্বপূর্ণ? বিস্তারিত
৪. অযথা ব্যাকগ্রাউন্ড সার্ভিস অন রাখা
আমরা মোবাইলে কোন কারণ ছারাই ওয়াই-ফাই, ব্লটুথ, ডাটা কানেকশন এবং লোকেশন অন করে রাখি। যেগুলো উচ্ছ মাত্রায় ব্যাটারির চার্জ কেটে নেয়। অনেকসময় মোবাইলের স্ক্রিন অফ থাকা সত্ত্বেও ব্যাটারির চার্জ চলে যায়৷ যার কারণ হচ্ছে মোবাইলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সার্ভিস অন থাকা। তাই প্রয়োজন না থাকলে এই ব্যাকগ্রাউন্ড সার্ভিস গুলো অফ করে রাখবেন। এতে ব্যাটারির চার্জ দীর্গক্ষণ থাকবে।
৫. ব্যাটারি সেভার অ্যাপস ব্যবহার
আমরা ব্যাটারির চার্জ বেশিক্ষণ টিকিয়ে রাখতে বিভিন্ন ব্যাটারি সেভার অ্যাপস ব্যবহার করে থাকি। এতে আমরা এমন অনেক অ্যাপ ব্যবহার করি যা শুধু বিজ্ঞাপনে ভরা। এক্ষেত্রে ব্যাটারি চার্জ সেভ করার চেয়ে উল্টো আরো চার্জ কেটে নেয়। তবে কয়েকটা অ্যাপ কাজে দিলেও বাকি গুলো সব বিজ্ঞাপন। তাই এগুলো ব্যবহার না করাই ভালো।
৬. লাইভ ওয়েলপেপার এর ব্যাবহার
মোবাইলের ডিসপ্লেকে আরো আকর্ষণীয় করার জন্য বিভিন্ন এনিমেশন বা লাইভ ওয়েলপেপার ব্যবহার করে থাকি। কখনো এটা ভাবি না সেটা ব্যাটারির কতটুকু শক্তি কেটে নিচ্ছে। এই ধরনের ওলেলপেপার গুলো সবসময় চলমান থাকে যারফলে ব্যাটারির অনেক বেশি চার্জ কেটে নেই। সুতরাং, আপনি যদি এই ধরনের ওয়েলপেপার গুলো ব্যবহার করে থাকেন আর মোবাইলের চার্জ দীর্ঘক্ষণ রাখতে চান তাহলে এগুলো ব্যবহার করা বন্ধ করুন।
আরো পড়ুনঃ মোবাইল ফোন এর আসক্তি থেকে বেচেঁ থাকার উপায়
৭. নিম্নমানের চার্জার দিয়ে চার্জ দেওয়া
আমরা আমাদের ফোনটিকে যেকোন সময় যেকোন চার্জার দিয়ে চার্জ দিয়ে থাকি। এতে ব্যাটারি সঠিক চার্জ নিতে পারে না। নিম্নমানের চার্জারে ভোল্টেজ এবং এ্যামপিয়ার কম থাকে। যা আপনার উচ্ছমানের ব্যাটারির জন্য ঠিক নয়। তাই চার্জ দেওয়ার সময় মোবাইলের সাথে থাকা চার্জারটি দিয়ে চার্জ দিন অথবা একটি ভালো মানের চার্জার দিয়ে চার্জ দিন। এতে আপনার মোবাইল এবং ব্যাটারি দুইটাই সুরক্ষিত থাকবে।
এই ছিলো ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি এবং সঠিকভাবে চার্জিং এর কিছু গুরুত্বপূর্ণ টিপস৷ কেমন লাগলো এই টিপস গুলো কমেন্ট বক্সে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।