জ্ঞানী ব্যাক্তির জ্ঞানের সঠিক ব্যবহার

আমরা সকলেই জানি যে জ্ঞানী ব্যক্তি সকলের কাছে গূণ্য। তবে সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের সামান্য পরিমাণ জ্ঞান না থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করেন। যার ফলে অনেক বড় বড় ভুল তারা করে ফেলেন।

এমন ঘটে যাওয়া ছোট বড় অনেক গল্প আমাদেরকে শিক্ষা দেয় যে নির্দিষ্ট বিষয়ের জ্ঞান আছে এমন ব্যক্তিই ঐ সমস্যার সমাধান করতে পারবে।

আজকে আমি আপনাদেরকে জানাবো এমন একজন স্বর্ণকারের গল্প যার সঠিক জ্ঞানের ব্যবহারের কারণে বেঁচে গেলে দুটি পরিবারের সম্পর্ক। চলুন জেনে আসি গল্পটি।

 

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, ‘এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়’।

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, ‘বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে’। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, ‘আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।’

আরো পড়ুনঃ খরগোশ এবং কচছপের আরো ৩ টি শিক্ষামূলক গল্প

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ।

একদিন ছেলেটির কাকা বলল, ‘তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।’

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল।

কাকা জিজ্ঞেস করল, ‘হারটি এনেছ?’ ছেলেটি বলল, ‘না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার’।

তখন কাকা বলল, ‘তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে’।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছ এটা নকল হার।

এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছ সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

আরো পড়ুনঃ তৃতীয় ব্যাক্তির কথাকে প্রধান্য দিয়ে নিজের ক্ষতি করছেন না তো?

ঠিক এমনই অনেক সময় জ্ঞানের স্বল্পতার কারণে অনেকের সাথে ভুল বুঝাবুঝি হয় বা সম্পর্ক নষ্ট হয়ে যায়। সুতরাং, আমরা চাইবো আমরা যেন জ্ঞানী ব্যক্তির জ্ঞান কে যথেষ্ট সম্মান দেওয়ার এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করার।

গল্পটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান আর কোন কিছু শিখতে পারলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে শিখার সুযোগ করে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button