ছবি বিক্রি করে কিভবে আয় করবেন

ছবি বিক্রি করে আয় এই বিষয়টা অনেকের কাছে আজবকিছু মনে হতে পারে আবার অনেকেই আছেন যে এই বিষয়টার সাথে পরিচিত। একটা সময় ছিল যখন মানুষের কাছে ছবি তুলার মত কোন ডিভাইস বা যন্ত্রই ছিল না। আর এখন বর্তমানে ছোটবড় প্রত্যেকের হাতেই রয়েছে ভালো ভালো স্মার্টফোন এবং যাতে রয়েছে উচ্ছ কোয়ালিটির ক্যামেরা।

যাইহোক, আমরা কিন্তু আমাদের স্মার্টফোন গুলোকে নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করি এবং আমাদের শখের কোন কিছু আমরা ক্যামেরা বন্দি করে রাখি। আবার অনেকেই আছে যারা পেশাগত ভাবে ছবি তুলেন এবং তাদের ছবি গুলোকে বিভিন্ন জায়গায় বিক্রি করে অর্থ আয় করে থাকেন।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনিও আপনার স্মার্টফোন কে ব্যবহার করেই ছবি বিক্রি করে আয় করতেপারবেন।

আসলেই কি ছবি বিক্রি করে আয় করা যায়

শুরুতেই অনেকের মনে প্রশ্ন থেকে যাই আসলেই আমার এই কথাগুলো কি সত্যি। আচ্ছা আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝায়, মনে করুন, আপনাকে অনলাইনে বিভিন্ন কনটেন্ট তৈরি করতে হয়। এখন হয়ত আপনি একটা বড় কোম্পানির কাজ করতেছেন।

এখন আপনার থেকে কনটেন্ট ব্যবহার করার জন্য কিছু ছবি প্রয়োজন। আপনি হয়ত গুগল সার্চ করে বিভিন্ন ছবি পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি একটু ভালো করে দেখলে দেখতে পাবেন ছবি গুলোতে কপিরাইট যুক্ত করা।  এখন আপনার একটা প্রফেশনাল কাজে যদিএই ধরনের কপিরাইট ছবি দেন তাহলে কপিরাইট তু খাবেই, আবার পাশাপাশি আপনার মানসম্মানও সব যাবে।

এজন্য আপনি যেটা করতে পারেন ছবি এর লাইসেন্স সহ ক্রয় করে নিতে পারেন। তাহলে পরবর্তীতে আপনার কোন ধরনের সমস্যা হবে না।

এভাবে প্রতিদিন কত মানুষের কত ছবি প্রয়োজন হচ্ছে তা সঠিকভাবে বলা সম্ভব না। তারা সবাই কিন্তু তাদের প্রয়োজনে ঠিকই ছবি গুলো ক্রয় করতেছে। আর বিক্রেতারাও তাদের ছবি গুলো বিক্রি করে এখান থেকে আয় করতেছে।

আমি কিভাবে আয় করব

উপরের উদাহরণ হয়ত আপনি বুঝতে পেরেছেন যে আসলেই অনলাইনে ছবি ক্রয়বিক্রয় হয়ে থাকে। এখন আপনার ইচ্ছে হয়েছে যে আপনিও বিভিন্ন ছবি তুলবেন এবং বিক্রি করবেন। আরে ভাই থামেন, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। অনলাইন থেকে টাকা ইনকাম করা এতটা সহজও না আবার এতটা কঠিনও না। আপনি যদি সঠিক কাজ জানেন এবং কোথায় কিভাবে কি করতে হবে তা জানেন তাহলে আপনি অবশ্যই আয় করতে পারবেন।

আরো পড়ুনঃ ২০২৩ এ সফল হতে চান? ১০ টি বিষয় মেনে চলুন

কোথায় বিক্রি করবেন

বুঝলাম যে, আপনি প্রফেশনাল ছবি তুলতে পারেন এবং মনে হচ্ছে যে এগুলো বিক্রি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন মূলকথা হচ্ছে কোন মাধ্যমে আপনি বিক্রি করবেন। কাস্টমার কোথায় পাবেন। কোন একটা কিছু ক্রয়বিক্রয়ের জন্য কাস্টমারের জানতে হবে আমি এখানে জিনিসটা পাবো আর বিক্রেতার জানতে হবে মানুষ গুলোর আমার এই পণ্যটা প্রয়োজন।

এই কাজটা সহজে করার জন্য অনলাইনে অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে যেগুলো শুধুমাত্র ছবিভিডিও এসব বিক্রি করে থাকে। যত ধরনের প্রফেশনাল ফটোগ্রাফার আছে সবাই ঐখানে একাউন্ট করে এবং একটা একটা করে তাদের ছবি গুলো ঐখানে লিস্টিংকরে এবং পরবর্তীতে যখন কেউ ছবি ক্রয় করবে তখন তার একটা নির্দিষ্ট অর্থ আপনার একাউন্ট যুক্ত করে দিবে। একটা সময় পর যখন আপনার একাউন্ট ভালো পরিমাণের অর্থ হয়ে যাবে তখন আপনি তা উত্তোলন করে আপনার ব্যাংকে নিয়ে আসতে পারবেন।

এখানে আরেকটা বড় সমস্যা এমনি এমনিতে আপনার ছবি গুলো তাদের কাছে লিস্টিং করতে দিবে না। এরজন্য প্রথমে আপনার ভালোভালো কয়েকটা ছবি দিয়ে তাদের কাছে আবেদন করতে হবে। এরপর তারা আপনার ছবি গুলো ছ্যাক করে যদি তাদের প্রফেশনাল মনেহয় তাহলে তারা আপনার একাউন্টটি এপ্রুভ করবে এবং আপনি তাদের ওয়েবসাইটে আপনার ছবি গুলো লিস্টিং করতে পারবেন।

আরো পড়ুনঃ অনলাইন থেকে ইনকাম করার সেরা ২৫ ‍টি পদ্ধতি

জনপ্রিয় কিছু ছবি বিক্রির ওয়েবসাইট

Sutterstock

ইন্টারনেট যতগুলো ওয়েবসাইট আছে সব থেকে জনপ্রিয় হচ্ছে এইটা। এটা ১৫ বছরেরও বেশি সময় ধরে বিলিয়নের বেশি অর্থ কন্ট্রিবিউটরদেরকে দিয়ে আসতেছে।

এইখানে বড় সমস্যা হচ্ছে তারা সহজেই একাউন্ট এপ্রুভ করে না। তবে আপনার ছবি গুলো প্রফেশনাল হলে অবশ্যই এপ্রুভ হবে। নিচের লিংক থেকে একাউন্ট করে চেস্টা করে দেখতে পারেন।

Sutterstock Contributor

এছাড়া তাদের আবার আলাদা অ্যাফিলিয়েট সিস্টেম আছে।  আপনি কারোর প্রয়োজনে কোন ছবির রেফারেন্স করেন এবং আপনার অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করেন তাহলে তা থেকেও আয় করতে পারবেন।

Adobe Stock

Adobe সস্পর্কে জানে না এমন মানুষ খুবই কমই আছে। কারণ এডোভির প্রতিটা প্রোডাক্ট মার্কেট কাপানো। তাদের একটি প্লাটফর্মহচ্ছে এডোভি স্টক। এখানে আপনি ছবি, ভিডিও, ভেক্টর, ইলোস্ট্রেটর যেকোন কিছু বিক্রি করতে পারবেন।

এছাড়া তাদের প্লাটফর্মটি জনপ্রিয় হওয়ায় আপনি অনেক বেশি কাস্টমার পাবেন এবং বেশি পরিমাণে আপনার ছবি গুলো বিক্রি করতে পারবেন। তবে তারা শুধুমাত্র ৩৩% কমিশন আপনাকে দিবে। বাকি সবটুকু তাদের।

নিচের লিংক থেকে বিস্তারিত জানতে পারবেন।

Adobe Stock Contributor

Dreamstime

অনলাইনে সবচেয়ে বড় এবং অন্যতম প্রফেশনাল ছবির একটা প্লাটফর্ম হচ্ছে এই কোম্পানিটি। কারো যদি কোন ধরনের উচ্চ মানের ছবি, ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনি নিমিষেই এখানে পেয়ে যাবেন।

এছাড়া তাদের রয়েছে ৩১ মিলিয়ন রেজিস্ট্রারেড মেম্বার। লক্ষ কন্টিবিউটর এবং প্রায় ১৫০ মিলিয়ন ছবি, ভিডিও, ভেক্টর ইত্যাদি এর সংগ্রহ। আপনি চাইলে তাদের কাছে আপনার ছবি গুলো বিক্রি করতে পারবেন। তাদেরও নিজস্ব রেফারেল সিস্টেম রয়েছে।

নিচের লিংক থেকে বিস্তারিত জানতে পারবেন।

Dreamstime Contributor

নিজের ওয়েবসাইট

আপনি যতই অন্যের কাছে নিজের ক্রিয়েটিভিটি বিক্রি করার চেস্টা করেন না কেন, দিনশেষে নিজের ব্র্যান্ডিং এর মত ভ্যালো আর কোনকিছু তে পাবেন না। আপনি যদি নিজের একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে নিজের ছবি গুলো লিস্ট করে রাখেন এবং বিভিন্ন মাধ্যম যেমনঃ সোশিয়াল মিডিয়া, ব্লগ, ইউটিউব এসবের মাধ্যমে নিজের ছবি, ভিডিও গুলোকে বিক্রি করতে পারলে আপনার আর অন্য কোম্পানির কাছে গিয়ে কমিশন এর মাধ্যমে বিক্রি করতে হবে না। এখানে আপনি যা বিক্রি করবেন সম্পূর্ণ অর্থ আপনি নিজেই পাচ্ছেন এবং পাশাপাশি নিজের একটা ব্যান্ড তৈরি হয়ে যাচ্ছে।

তাই চেস্টা অন্য কোম্পানির কাছে লিস্টিং করার পাশাপাশি নিজের ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি করুন। তাহলে আপনি অনেক বেশি প্রফিটেবল হবেন।

আবারও বলছি, অনলাইন থেকে আয় যতটা সহজ না ততটা কঠিনও না। আপনি যদি সত্যিই অনলাইনে ভালো কিছু করার  চেস্টা এবং কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন।

শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। এই ব্লগ পড়ে আপনি কি মনে হচ্ছে আপনি আয় করতে পারবেন? কমেন্ট করে জানান। আর আমার লেখাগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
fullbrightscholarships